পোস্টগুলি

সুজি পিঠে

ছবি
 পিঠে __________   উপকরন:  সুজি ২৫০ গ্রাম , ময়দা ১০০ গ্রাম , চিনি ২০০ গ্রাম , কালো জিরে,মহরি, কিচমিচ, এলাচ । প্রণালী:  সুজি ময়দা চিনি একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো  ঠান্ডা জল দিয়ে 10 মিনিট  ভিজতে দিতে হবে। চিনি টা তার মধ্যে গলে যাওয়ায় পর কালো জিরে মহরি কিচমিচ এলাচ এর থেঁতো করা দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে । তার পর করাইতে রেফাইন তেল গরম করে ধিনি আঁচে ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নিন।

টোম্যাটো পোস্ত

ছবি
টোম্যাটো পোস্ত  উপকরন:  টোম্যাটো মাঝারি সাইজের ২টো, পোস্ত ১০ গ্রাম , কাঁচা লঙ্কা ২ টো, পাঁচ ফরন তেজপাতা ধনিয়া পাতা নুন, লঙ্কা গুঁড়ো। প্রণালী:  টোম্যাটো গুলো ছোট ছোট করে কেটে নিন। পোস্ট আর কাঁচা লঙ্কা এক সঙ্গে  বেটে রাখুন ।  প্রথমে কড়াইতে তেল দিয়ে দিন আন্দাজ মতো,  তেল গরম হওয়ার পর পাচ ফরন তেজপাতা দিয়ে দিন । তার পর টোম্যাটো  গুলো দিয়ে একটু নাড়া চাড়া করে  স্বাদ অনুসারে নুন দিয়ে ঢাকা দিয়ে দিন। ২ মিনিট পর টোম্যাটো গুলো গলে যাওয়ার পর তার মধ্যে পোস্ট বাটা সামান্য লঙ্কা গুঁড়ো  দিয়ে নাড়া চাড়া করে নামিয়ে তার মধ্যে ধনিয়া পাতা কুচি করে দিয়ে  দিন।পুরো রান্না টা জেনো  ধিনি আঁচে হয়।

ঝাল বেগুন

ছবি
                     ঝাল বেগুন উপকরণঃ  বেগুন ২৫০ গ্রাম , রসুন ৮ কোয়া, কাঁচা লঙ্কা ৪ টে, গোটা সরষে ২ চা চামচ, (খানিকক্ষণ জলে ভেজানো) ,তেঁতুল ২৫ গ্রাম (জলে গুলে ঘন করে বানিয়ে নিন) , তেল আন্দাজমতো, নুন স্বাদ মতো। প্রণালী : সরষে কাঁচা লঙ্কা ও রসুন একসঙ্গে বেটে নিন। প্রতিটি বেগুন ডুমো ডুমো‌ করে কেটে নিতে হবে। করাইতে তেল দিতে হবে আন্দাজমতো । তেল গরম হওয়ার পর পেঁয়াজ কাটা দিতে হবে। পেঁয়াজ টা হাল্কা ব্রাউন্ড হওয়ার পর বেগুন গুলো দিয়ে ভাজতে থাকুন হালকা ভাজা হলে এর উপরে সরষে বাটা মশলা দিয়ে দিন। দু মিনিট অল্প আঁচে ফোটার পর‌ তেঁতুল গোলা জল ও নুন দিয়ে নারা চারা করে গরম মশলা দিয়ে নামিয়ে দিন।

ঝাল বেগুন

ছবি
                     ঝাল বেগুন উপকরণঃ  বেগুন ২৫০ গ্রাম , রসুন ৮ কোয়া, কাঁচা লঙ্কা ৪ টে, গোটা সরষে ২ চা চামচ, (খানিকক্ষণ জলে ভেজানো) ,তেঁতুল ২৫ গ্রাম (জলে গুলে ঘন করে বানিয়ে নিন) , তেল আন্দাজমতো, নুন স্বাদ মতো। প্রণালী : সরষে কাঁচা লঙ্কা ও রসুন একসঙ্গে বেটে নিন। প্রতিটি বেগুন ডুমো ডুমো‌ করে কেটে নিতে হবে। করাইতে তেল দিতে হবে আন্দাজমতো । তেল গরম হওয়ার পর পেঁয়াজ কাটা দিতে হবে। পেঁয়াজ টা হাল্কা ব্রাউন্ড হওয়ার পর বেগুন গুলো দিয়ে ভাজতে থাকুন হালকা ভাজা হলে এর উপরে সরষে বাটা মশলা দিয়ে দিন। দু মিনিট অল্প আঁচে ফোটার পর‌ তেঁতুল গোলা জল ও নুন দিয়ে নারা চারা করে গরম মশলা দিয়ে নামিয়ে দিন।

শংকর মাছ আলুর কারি

ছবি
শংকর মাছ আলুর কারি ______________________ উপকরন:   250 গ্রাম  শংকর মাছ, 1 টা মাঝারি সাইজের আলু,  2টো ছোট পেঁয়াজ, আদা, রসুন , 2টো কাঁচা লঙ্কা, 1টা মাঝারি সাইজের টমেটো, সরষের তেল, তেজপাতা, দার চিনি, লঙ্কার গুঁড়ো,গরম মশলা,  জিরে গুঁড়ো,  হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিনি ও  নুন।  প্রণালী:   মাছ আলু সব আলাদা আলাদা করে ভেজে নিতে হবে আগে তারপর পরিমাণমতো আদা রসুন  পিঁয়াজ, যদি একটু ঝাল কারোর খেতে ইচ্ছে করে তবে  কাঁচা লঙ্কা  পেস্ট করে নিতে হবে।   টমেটো পেস্ট করে করে নিতে হবে । পেঁয়াজ  কুটনো করে কাটে নিতে হবে । তারপর করাই তে পরিমাণমতো তেল গরম করে তাতে তেচপাতা, গোটা দার চিনি  দিয়ে একটু নাড়াচাড়া করে কুঁচনো পিঁয়াজ দিতে হবে । তারপর পিঁয়াজ টা একটু হালকা বাদামি কালার এ ভাজা হলে তাতে ওই পেস্টগুলো দিয়ে তাতে সামান্য লবন,পরিমানতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জিরে, ধনিয়ার গুঁড়ো আর একটু খানি চিনি দিয়ে কষাতে হবে। মশলাটা একটু কষে গেলে তাতে ভাজা আলু গুলো দিয়ে আবার একটু কষাতে হবে কষাতে কষাতে যখন আলুটা অল্প সিদ্ধ হয়ে যাবে তখন মাছ গুলো দিয়ে আরেকটু গরম জল দিয়ে আরেকটু সিদ্ধ করে স্বাদমতো নুন মিষ্টি দিয়ে গায়েমাখা ঝোলে নামিয়ে

পটলের ঘণ্ট

ছবি
পটলের ঘণ্ট _____________ প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে বীচ ফেলে রেখে দিতে হবে । লঙ্কা বাটা,  ধনে বাটা,  চিনি,  লবণ, তেজপাতা, জিরে ও সামান্য দুধ হাতের কাছে  রাখুন । প্রথমে পটলগুলি সিদ্ধ করে বাটা মশলা, দুধ,  চিনি ও লবণ দিয়ে চটকে নিতে হবে ( এখানে আমি হলুহগুঁড়ো দিয়েছি, চাইলে নাও দিতে পারেন)। তার পর কড়াইতে  সরষের তেল দিন। তেল গরম করে তার মধ্যে জিরে ও তেজপাতা ছেড়ে দিয়ে  চটকানো পটল ঢেলে দিন এবং সামান্য একটু জল দিন । ঝোল  গা মাখা হলে আন্দাজ বুঝে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিন ।

বাঁধা কফি ভাপে

ছবি
বাঁধাকপি ভাপে  উপকরন:  মাঝারি মাপের বাঁধাকপি 1 টা (কুচনো), বড় আকারের আলু 2 টো,  কড়াইশুঁটি 200 গ্রাম, কাঁচালঙ্কা 5 টা, তেজপাতা 2 টো, আস্ত  জিরে 1 চা- চামচ,  গরম মশলা প্রয়োজন মতো,  ছাল সহ থেঁতো করা ছোট এলাচ 4 টে ময়দা 1 টেবিল চামচ,  তেল 50 গ্রাম,  নুন ও মিষ্টি পরিমাণ মতো ।          প্রণালী:  কুটনো বাঁধা কপি ধুয়ে নিন । আলু ডুমো ডুমো করে কেটে রাখুন । কড়াইশুঁটি ভাগিয়ে নিন। কড়াইতে  তেল দিয়ে আলু ভালো করে ভাজুন। জিরে,   গরম মশলা ও ছোট- এলাচ থেঁতো  করে  কড়াইতে  দিন । কাঁচা লঙ্কা ও তেজপাতা দিয়ে সবজি ছারুন । আনন্দ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিন । তার মধ্যে  কম পরিমাণ চিনি দিন জল একে বারে শুকিয়ে গেলে,  দুধ ও ময়দা একত্রে গুলিয়ে সবজি তে দিয়ে ঘি ছরিয়ে নামিয়ে নিন।